মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া আবারও একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। মার্কিন কর্তৃপক্ষও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে কোরিয়া উপদ্বীপের পশ্চিমে উত্তর পিয়ঙ্গান প্রদেশের বাঙ্গিয়ন বিমান ঘাঁটি থেকে এ পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের পূর্বে ৫০০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। গত বছর পার্শ্ববর্তী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত নিষেধাজ্ঞা সত্ত্বেও বেশ কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে জানানো হয়েছে। উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এটাই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছিলেন। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। দক্ষিণ কোরিয়া সরকার এ সম্পর্কে আলোচনার জন্য জাতীয় নিরাপত্তা বিষয়ক জরুরি সভা ডেকেছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে শক্তি প্রদর্শন বলে মন্তব্য করেছেন। উত্তর কোরিয়া পারমাণবিক বোমা বহনে সক্ষম বড় পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কাছাকাছি রয়েছে বলে চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দাবি করেন। সেই সঙ্গে কয়েক সপ্তাহ আগে পিয়ংইয়ং-এর পক্ষ থেকে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে দেশটি, যার পরীক্ষা যে কোনো সময় করা হতে পারে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।