Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সত্যার্থীর চুরি যাওয়া নোবেল মেডেলের রেপ্লিকা উদ্ধার

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাস সত্যার্থীর চুরি যাওয়া নোবেল মেডেলের ‘রেপ্লিকা মেডেল’ উদ্ধার করা হয়েছে। কৈলাস সত্যার্থীর বাসা থেকে নোবেল মেডেলের একটি রেপ্লিকা মেডেল ও অন্যান্য মূল্যবানসামগ্রী চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। চুরি যাওয়ার পর নয়াদিল্লি পুলিশ জানিয়েছিল, তারা চোরদের শনাক্ত করতে পেরেছে এবং তাদের ওপর নজর রাখা হচ্ছে। গত রোববার নয়াদিল্লি পুলিশ জানায়, তিনজনকে আটক করা হয়েছে। ডিস্ট্রিক্ট পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ এই মামলার তদন্ত করছে। কৈলাস সত্যার্থীর কালকাজি বাসভবন থেকে গত সপ্তাহে রেপ্লিকা মেডেল, নোবেল প্রাপ্তির সনদ, স্বর্ণালংকার ও কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়। এ বিষয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনায় আমি খুবই মর্মাহত। তবে এ চুরির পর শিশুদের জন্য কাজ করার আরো বেশি শক্তি পাচ্ছি আমি। শিশু অধিকার রক্ষায় ভারতে ব্যাপক আন্দোলন গড়ে তোলার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান সত্যার্থী। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ