Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি ব্রিজের অভাবে থমকে আছে আত্রাইয়ের রায়পুর গ্রামবাসীর স্বপ্ন

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে যুগ যুগ ধরে নৌকায় পারাপার হয়ে আসছে উপজেলার রায়পুর গ্রামের হাজার হাজার মানুষ। সরেজমিনে উপজেলার রায়পুর গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, আত্রাই উপজেলার ভবানীপুর বাজার সংলগ্নে রায়পুর গ্রামবাসীর যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কৃষকÑশ্রমিক স্কুল শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। রায়পুর, ডাঙ্গাপাড়া, ভবানীপুরসহ বেশ কয়েকটা গ্রামের লোকজনকে পারাপার হতে হয় একটি মাত্র নৌকার মাধ্যমে। রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য এ পথ ব্যবহার করতে হয় যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ।
আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও একটি ব্রিজের অভাবে রায়পুর গ্রামবাসীর স্বপ্ন যেন থমকে আছে। একটি ব্রিজের অভাবে নানা সমস্যায় জর্জরিত এ গ্রামের মানুষের জীবন যাত্রা। সকাল হলে দীর্ঘ লাইন ধরে ঘাটে নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। হাট-বাজার, অফিস, স্কুল-কলেজে যাওয়া রায়পুরবাসীর কাছে বিড়ম্বনা মনে হয়। এ পথ কৃষিপণ্য পরিবহনের উপযোগী না হওয়ায় এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজভাবে বাজারজাত করতে পারে না। ফলে তারা বঞ্চিত হয় ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের। এখানে ব্রিজ নির্মাণ হলে এলাকাবাসীর এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। ছাত্র-ছাত্রীসহ এলাকার সকল সাধারণ জনগণ পাবে যোগাযোগের সুফল।
এ বিষয়ে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাছ আলী জানান, রায়পুরসহ আশে পাশের গ্রামবাসীর স্বাধীনতার ৪৫ বছরের একটিই স্বপ্ন একটি ব্রিজের। রায়পুর গ্রামে শুধু একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে গ্রামের ছেলে-মেয়েকে হাইস্কুল-কলেজে পড়তে ও চিকিৎসার জন্য গ্রামবাসীকে আত্রাই সদরে যেতে নদী পার হতে নানা সমস্যায় পড়তে হয়।
এ ব্যাপারে নাগরিক উদ্যোগের শাহাগোলা ইউনিয়নের দলিত মানবাধিকার কর্মী শ্রী দিনেশ কুমার পাল বলেন, নৌকার পরিবর্তে একটি ব্রিজ নির্মাণ রায়পুরবাসীর দীর্ঘদিনের দাবি। এ গ্রামে পাল, ঘোষ, নমশূদ্রসহ বিভিন্ন দলিত পরিবার রয়েছে। যোগাযোগের সু-ব্যবস্থা না থাকায় তারা আজও বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে শুধু দলিত পরিবার নয় রায়পুর গ্রামবাসীসহ আশেপাশের গ্রামগুলোর সর্বস্তরের লোকজনের লালিত স্বপ্ন পুরণ হবে।
রায়পুর গ্রামবাসীর যোগাযোগের সমস্যাকে সামনে রেখে সংশ্লিষ্ট মহিলা ইউপি সদস্য মোছাঃ সুলতানা পারভিন বলেন, আমাদের এ গ্রামে হাসপাতাল ক্লিনিক এমনকি ভালো মানের কোন ডাক্তারও নেই। গ্রামে মধ্য রাতে কেউ অসুস্থ হয়ে পড়লে বা গর্ভবতীদের নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়, এমনকি দুর্ঘটনাও ঘটে। এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি আমাদের দীর্ঘ দিনের। এ দাবি কেউ বাস্তবায়িত করেনি। যার জন্য এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জরুরি ভিত্তিতে ব্রিজটি নির্মাণ করা হলে সকল শ্রেণী পেশার মানুষ এ দুর্ভোগ থেকে রক্ষা পাবে।
এ বিষয়ে কালীকাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাদিমের সাথে কথা বললে তিনি জানান, একটি ব্রিজ না থাকায় রায়পুর গ্রামবাসীর শুধু সমস্যায় নয় মহাসমস্যায় পরিণত হয়েছে। ইউনিয়নের রাস্তা-ঘাটের সমস্যা ছিলো। অনেকটা সমাধান হয়েছে। এখন রায়পুর গ্রামবাসীর একটাই দুঃখ একটি ব্রিজ। সরকারের কাছ থেকে আশ্বাস পেয়েছি। খুব শিগগিরিই একটি আনন্দ সংবাদ পাবো বলে আশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বপ্ন

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ