বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : গোয়াইনঘাটের বিছনাকান্দি পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে ১০টি শেলো মেশিন ধ্বংস করেছে টাস্কফোর্স। গতকাল শনিবার সকালে অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন। এসময় পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১০টি শেলো মেশিন জব্দ করে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন- কোয়ারিগুলোতে বর্তমানে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। সেখানে ১০টি শেলো মেশিন পেয়ে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বিছনাকান্দিতে পাথর কোয়ারিতে মাটিচাপায় তিন শ্রমিক নিহত হন।
৩ শ্রমিক নিহতের ঘটনায় পুলিশের মামলা
এদিকে বিছানাকান্দি পাথর কোয়ারিতে গত বৃহস্পতিবার রাতে গর্ত থেকে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় তিন শ্রমিক নিহত এবং ঘর্টনাটি ধামাচাপা দিতে রাতের আঁধারেই পাথরখেকোরা শ্রমিকদের লাশ সরিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছে। গত শুক্রবার রাতে দায়েরকৃত মামলায় (১৪/১০.২.১৭) আসামি করা হয়েছে ৫ জনকে। আসামিরা হলেন- পাথর ব্যবসায়ী বিছানাকান্দির বাছির মিয়া, আজাদ মিয়া, কামাল হোসেন, চট্টগ্রামের জাহিদ মিয়া, লক্ষীপুরের রাজু মিয়া ওরফে জাহিদ হাসান। এদের মধ্যে জাহিদ মিয়া ও রাজু মিয়া ওরফে জাহিদ হাসানকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।