Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাটভিয়ায় বিপুল সমরাস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বিমানবাহিনীকে যুদ্ধের জন্যে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার প্রেক্ষাপটে এবার বাল্টিক রাষ্ট্র লাটভিয়ায় ট্যাংকসহ বিপুল সমরাস্ত্র মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রুশ সীমান্তের দিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে এগিয়ে নিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। লাটভিয়ার উত্তরাঞ্চলীয় শহর গারকালনেতে ২২৫ মার্কিন সেনা, ১৫টি এমআই আব্রাম্স ট্যাংক, ছয়টি সাঁজোয়া যানসহ যুদ্ধাস্ত্র ইতোমধ্যেই প্রবেশ করে। মার্কিন সেনাবাহিনীর তৃতীয় ব্রিগেডের এসব সেনা আগে থেকে লাটভিয়ায় মোতায়েন ১৭৩তম মার্কিন ব্রিগেডের স্থলাভিষিক্ত হবে। এসব সেনা ন্যাটোর ভাষায় সম্ভাব্য রুশ আগ্রাসন প্রতিহত করবে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের জের ধরে পূর্ব ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে এবং ন্যাটো জোটের সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষার স্বার্থে এসব সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে আরেক বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার উত্তরাঞ্চলীয় তাপা শহরে চারটি যুদ্ধ ট্যাংক ও ১৫টি সাঁজোয়া যানসহ ৫০ ইউনিট সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র।
২০১৭ সালের জানুয়ারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো পশ্চিমা সামরিক জোট ন্যাটো কর্তৃক পোল্যান্ডে মার্কিন ট্যাংক ও সেনা মোতায়েন করা হয়। পোল্যান্ডে মার্কিন ট্যাংক ও কয়েক সেনা উপস্থিতির ঘটনার প্রেক্ষিতে রাশিয়াও মস্কোর কাছে বিমানবিধ্বংসী মিসাইল ও বিমানবাহিনীর সেনা মোতায়েন করে। বড় ধরনের সামরিক মহড়া চালায় দেশটি। এটা ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সবচেয়ে বড় মহড়া। উত্তেজনার মধ্যেই চলতি বছরের গোড়ার দিকে উল্লেখযোগ্য সংখ্যক ট্যাংক ও সাঁজোয়া গাড়ি নিয়ে সহস্রাধিক মার্কিন সেনা পোল্যান্ডে পৌঁছায়। ইউরোপে কয়েক দশকের মধ্যে এটাই যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক উপস্থিতি। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পোল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি রাশিয়ার স্বার্থ ও নিরাপত্তার জন্য হুমকি। দিমিত্রি পেসকভ বলেন, ইউরোপে আমাদের সীমান্তে তৃতীয় কোনও দেশ তাদের সামরিক উপস্থিতি গড়ে তুলছে। এমনকি এটা কোনও ইউরোপীয় দেশও নয়। পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতিকে ইউরোপের নিরাপত্তাকে অস্থিতিশীল করে তোলার একটি উপাদান হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সেই মেসকভ। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ