Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার সাথে পরমাণু চুক্তি নবায়ন করবে না যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০১০ সালে রাশিয়ার সাথে সই হওয়া পরমাণু হ্রাসকরণ চুক্তি তিনি নবায়ন করতে চান না। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাম্প্রতিক ফোনালাপের সময় ট্রাম্প এ কথা বলেছেন। কারণ হিসেবে তিনি বলেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খারাপ চুক্তি। প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে ২০১০ সালে সই হওয়া নিউ স্টার্ট চুক্তি অনুসারে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে দুই দেশ তাদের কৌশলগত পরমাণু ওয়ারহেড কমিয়ে ১,৫৫০-এ নামিয়ে আনবে বলে অঙ্গীকার করেছিল। খবরে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প গত ২৮ জানুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ওই ফোনালাপে তিনি বলেন, পরমাণু কমানো সংক্রান্ত স্টার্ট চুক্তি রাশিয়ার পক্ষে গেছে। ফোনালাপের বিষয়ে অবগত আছেনÑ এমন কয়েকজন মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা বৃহস্পতিবার এ খবর দিয়েছে। সূত্র জানিয়েছে, ফোনালাপের সময় রুশ প্রেসিডেন্ট পুতিন এ চুক্তি নবায়নের বিষয়টি তুললে ট্রাম্প আলোচনায় ‘পজ’ দিয়ে পাশে থাকা কর্মকর্তাদের কাছে জানতে চানÑ এ চুক্তিতে কী আছে। ২০২১ সালে চুক্তিটি নবায়নের কথা রয়েছে। এছাড়া সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প তার রাজনৈতিক সফলতা ও জনপ্রিয়তা নিয়েও পুতিনের সাথে কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি নেতাদের সাথে আলোচনার জন্য ট্রাম্পের যথেষ্ট প্রস্তুতি ছিল না।। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ