Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন কর্মকর্তাদের কলা গাছে গলায় দড়ি দিতে বলল জিম্বাবুয়ে

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের কলা গাছে গলায় দড়ি দিতে বললেন জিম্বাবুয়ের এক সরকারি কর্মকর্তা। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মুখপাত্র জর্জ চারাম্বা এ কথা বলেছেন। সম্প্রতি জিম্বাবুয়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে থমাস জুনিয়র দায়িত্ব নেয়ার পর থেকেই রবার্ট মুগাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে জর্জ চারাম্বা সম্প্রতি বলেছেন, তিনি (থমাস) মনে করেন, তিনি আমাদের কর্তা হতে পারবেন। তারা কলা গাছে গলায় দড়ি দিক। থমাসকে ভয়ঙ্কর আমলের উচ্ছিষ্ট খাবার বলেও আখ্যা দেন চারাম্বা। এ কথার মধ্য দিয়ে মূলত তিনি থমাসকে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত হিসেবে বোঝাতে চেয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ