Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণার্থীদের কন্টেইনারে আটকে রাখবে হাঙ্গেরি

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাজনৈতিক আশ্রয়প্রার্থী অভিবাসীদের আবেদন গ্রহণ না হওয়া পর্যন্ত তাদের ডিটেনশন সেন্টারে রাখার ঘোষণা দিয়েছে বুদাপেস্ট। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান অবশ্য মনে করেন, এই সিদ্ধান্তের কারণেই ইউর সঙ্গে তার দেশের মতবিরোধ বাড়বে। হাঙ্গেরি গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, দেশটির সীমান্তে তৈরি বিভিন্ন শরণার্থী শিবিরে শিপিং কন্টেইনারের মধ্যে সকল রাজনৈতিক আশ্রয়প্রার্থী অভিবাসীকে রাখা হবে। যারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন, তাদের সবাইকে কন্টেইনারে পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি, এমনকি যারা বর্তমানে অন্যত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। শরণার্থীদের প্রতিরোধে দেশটির ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সম্প্রতি বেশ কিছু কঠোর উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ