Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে সিঙ্গাপুর -খন্দকার মোশাররফ হোসেন

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে সিঙ্গাপুর সফর করেন। এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তার সফরসঙ্গী ছিলেন। সফরকালে সিঙ্গাপুরের পরিবেশ ও পানিসম্পদমন্ত্রী ম্যাসাগস্ জুলকিফলির সাথে তার দফতরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দুই দেশ একে অপরের অভিজ্ঞতা, গবেষণালদ্ধ ফলাফল এবং বাস্তবায়ন কৌশল বিনিময়ে কিভাবে লাভবান হওয়া যায় সে বিষয়ে মত বিনিময় করা হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের ভৌগোলিক দিক থেকে দুটি দেশের অনেক মিল আছে। তাই জলবায়ু পরিবর্তনজনিত দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ে উভয় দেশই লাভবান হবে। সেমিনারে জানানো হয়, উভয় দেশই নি¤œ সমভূমি। সিঙ্গাপুর সমুদ্র বেষ্টিত এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিস্তীর্ণ সমুদ্র। জলবায়ু পরিবর্তনে ঊভয় দেশই তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে লবণাক্ততা বৃদ্ধি, অধিক হারে বন্যা, অপ্রত্যাশিত অতিবৃষ্টির প্রভাবে নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা হ্রাস ও (এডাপটেশন) গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে সিঙ্গাপুর শিল্প প্রধান দেশ হিসেবে কার্বন নির্গমন হ্রাসে গুরুত্ব দিয়ে জলবায়ু পরিবর্তন অভিযোজনে গুরুত্ব দিচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে সিঙ্গাপুর -খন্দকার মোশাররফ হোসেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ