Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর আবুল কাশেমের ইন্তেকাল

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্পন্সর ডাইরেক্টর আলহাজ আবুল কাশেম ২৪ ফেব্রুয়ারি সকাল ৯.৩০টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ পুত্র, ৬ কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহ¯পতিবার সকাল ১০টায় কক্সবাজার সদর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে কক্সবাজার খুরুশখুল তেতৈয়্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আলহাজ্ব আবুল কাশেম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর স্পন্সর ডাইরেক্টর ছিলেন। তিনি ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত এ ব্যাংকের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালিন অবিভক্ত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কাশেম ১৯২৭ সালে কক্সবাজারের খুরুশখুলে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম মরহুম কালা মিয়া সিকদার মাতা শামশাদ খাতুন।
আলহাজ্ব আবুল কাশেমের মৃত্যুতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁর মাগফিরাত কামনা করে ব্যাংকের প্রধান ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর আবুল কাশেমের ইন্তেকাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ