বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোট ফরিদপুর জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, তাগুতি অপশক্তি ইসলামী শক্তিকে নির্মূল করতে নানামুখী ষড়যন্ত্র করছে। ইসলাম শূন্য দেশ গড়ার জন্য তারা অপচেষ্টা করছে। তারা চায় না এদেশের মুসলমানদের ঈমান আকিদা নিয়ে বেঁচে থাকুক, তারা চায় মুসলমানরা ঈমানহারা হয়ে কুফুরের অন্ধকারে নিমজ্জিত হোক। আলেম উলামাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। ধর্মপ্রাণ জনগণকে ঈমানচোরদের কবল থেকে রক্ষা করতে হবে। তিনি সারা দেশে গ্রেফতারকৃত ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান। ঐক্যজোট মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, ধর্ম অবমাননারোধে সর্বোচ্চ শাস্তি বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করা করে মরতাদ, ধর্মবিদ্বেষী শয়তানী অপশক্তির প্রেতাত্মাদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, আমরা দেশে কোন অনভিপ্রেত ঘটনা দেখতে চায় না।
গতকাল বুধবার সকালে ফরিদপুর পৌর অডিটরিয়ামে ইসলামী ঐক্যজোটের জেলা সম্মেলনে মাওলানা নেজামী ও মুফতী ফয়জুল্লাহ এসব কথা বলেন। ফরিদপুর জেলা ইসলামী ঐক্যজোট সভাপতি মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতী সাখাওয়াত হোসাইন, জেলা সহ-সভাপতি মাওলানা লিয়াকত আলী, মাওলানা নেজামুদ্দীন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আহমদ মাসরুর, মাওলানা আব্দুল্লাহ মাসরুর, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা তৈয়্যবুর রহমান, মুফতী আমির হোসাইন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা জাকারিয়া, মাওলানা আবুল কালাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।