Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কট্টর ইসলামপন্থি ও নব্য নাৎসীরা জার্মানির প্রধান সমস্যা

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কট্টর ইসলামপন্থি ও নব্য নাৎসী সন্ত্রাসীরা পুরো জার্মানির জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। থারিঙ্গার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান স্টেফান ক্রামের এ কথা বলেছেন। তিনি বলেন জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কট্টর ইসলামপন্থীরা ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। এ ছাড়াও দৌরাত্ম্য বাড়ছে উগ্র ডানপন্থি বা নব্য নাৎসীদেরও। এরা উভয়ই জার্মানির প্রধান সমস্যা হয়ে উঠছে। ক্রামের বলেন, পূর্ব জার্মানির গ্রামাঞ্চলে কট্টরপন্থি ইসলামপন্থিরা বেশি জোরদার হচ্ছে। তিনি এও বলেন, আশ্রয় দেয়া শরণার্থীদের মধ্য থেকে তাদের উত্থান ঘটছে। এসব কারণে দেশটির পূর্বাঞ্চলের নিরাপত্তা ব্যাপক হুমকির মুখে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ক্রামের আরও বলেন, তারা প্রতিদিনই সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজ পাচ্ছেন। তবে, আসল ও ভুয়া সন্দেহভাজনদের মধ্যে পার্থক্য করা দুরূহ ব্যাপার। এ প্রসঙ্গে তিনি গত বছরের অক্টোবর মাসে বার্লিন বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে সিরীয় শরণার্থী জাবের আল-বাকেরের কথা উল্লেখ করেন। রাশিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ