Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর প্রদেশ গুজরাট গোয়া ও পাঞ্জাবে বিজেপি পরাজিত হবে : মমতা

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, বিজেপি উত্তর প্রদেশ, পাঞ্জাব, গুজরাট ও গোয়ার বিধানসভা নির্বাচনে পরাজিত হবে। এসব স্থানে বিজেপি ব্যাপক বিক্ষোভের মুখে পড়বে বলেও তিনি ভবিষ্যতবাণী করেন। সাম্প্রতিক এক জনসভায় রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে মমতা বলেন, তিনি রাজ্যব্যাপী ঘুরে বেড়ােেচ্ছন বিজেপি সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, কেন্দ্রের নয়। ঘোষ এর আগে বলেছিলেন, বিজেপি’র বিক্ষোভের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সদস্যরা যে প্রতিবাদ জানাচ্ছে, বিজেপি সরকার চাইলে তা তারা করতে পার তো না। মমতা প্রশ্ন রেখে বলেন, তিন মাসের বেশি হয়ে গেছেÑ এ বিক্ষোভে গরিব মানুষ আর কতো কষ্ট সহ্য করবে? তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, বিজেপি নেতারা কি করেন, সেদিকে রাজ্যের দৃষ্টি রয়েছে। বিজেপি নেতাদের মধ্যে যারা রাজ্যের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণœ করবে, প্রয়োজনে তাদের গ্রেফতার করা হবে। কিছুদিন আগে বিজেপির রাজ্য শাখার সহসভাপতি জয় প্রকাশ মজুমদারকে গ্রেফতার করা হয়েছিলো। এদিকে, কেন্দ্রীয় সরকার ১১টি রাজ্যে যে ১৩টি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে, তার তিনটি স্থাপিত হবে পশ্চিমকঙ্গের বর্ধমান, বাঁকুরা ও মালদহে। এদিকে মমতা অরুণ জেটলি’র দেয়া বাজেটের সমালোচনা করে বলেছেন, এটি একটি উদ্দেশ্যবিহীন ও নিষ্ফল বাজেট। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ