Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনবে মিয়ানমার

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান তৈরির জন্য ইসলামাবাদের কাছ থেকে লাইসেন্স পাওয়ার চেষ্টা করছে মিয়ানমার। এ নিয়ে দেশ দুটির মধ্যে আলোচনা অনেকটা এগিয়ে গেছে। আইএইচএস জেন্স নামের একটি প্রতিরক্ষা বিষয়ক সাময়িকীর বরাত দিয়ে গত বুধবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে। মিয়ানমার বিমানবাহিনীর বরাত দিয়ে সাময়িকীটি জানিয়েছে, মিয়ানমার এরই মধ্যে পাকিস্তান থেকে জেএফ-১৭ বিমান কেনার জন্য ইসলামাবাদের সঙ্গে চুক্তি করেছে। ২০১৫ সালে এসব বিমান কেনার আদেশ দেয়া হয়। চলতি বছরের শেষ নাগাদ এগুলো মিয়ানমারে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের বিমানবাহিনীতে চীনে তৈরি যুদ্ধবিমানই রয়েছে বেশি। পাকিস্তান বিমানবাহিনীতে অন্তত ৭০টি জেএফ-১৭ থান্ডার বিমান রয়েছে। ভবিষ্যতে বাহিনীতে আরো ২৫০টি বিমান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে। ডন অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ