মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান তৈরির জন্য ইসলামাবাদের কাছ থেকে লাইসেন্স পাওয়ার চেষ্টা করছে মিয়ানমার। এ নিয়ে দেশ দুটির মধ্যে আলোচনা অনেকটা এগিয়ে গেছে। আইএইচএস জেন্স নামের একটি প্রতিরক্ষা বিষয়ক সাময়িকীর বরাত দিয়ে গত বুধবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে। মিয়ানমার বিমানবাহিনীর বরাত দিয়ে সাময়িকীটি জানিয়েছে, মিয়ানমার এরই মধ্যে পাকিস্তান থেকে জেএফ-১৭ বিমান কেনার জন্য ইসলামাবাদের সঙ্গে চুক্তি করেছে। ২০১৫ সালে এসব বিমান কেনার আদেশ দেয়া হয়। চলতি বছরের শেষ নাগাদ এগুলো মিয়ানমারে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের বিমানবাহিনীতে চীনে তৈরি যুদ্ধবিমানই রয়েছে বেশি। পাকিস্তান বিমানবাহিনীতে অন্তত ৭০টি জেএফ-১৭ থান্ডার বিমান রয়েছে। ভবিষ্যতে বাহিনীতে আরো ২৫০টি বিমান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে। ডন অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।