মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে সহিংসতায় শতাধিক লোক নিহত হয়েছে। দেশটির এসপিরিতো সানতো অঙ্গরাজ্যে পুলিশ ধর্মঘটের কারণে অপরাধীদের মধ্যে এসব সহিংসতার ঘটনা ঘটেছে। ব্রাজিলে গত কয়েক বছর ধরে অর্থনৈতিক মন্দার কারণে সরকারি বিভাগগুলো সংকট চলছে। বেতন বাড়ানোর দাবিতে গত সপ্তাহে কর্মবিরতি শুরু করে এসপিরিতো সানতো অঙ্গরাজ্যের পুলিশ। এর ফলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে শুরু করে। অপরদিকে ধর্মঘটে যাওয়া রাজ্য পুলিশ সদস্যদের পক্ষে আন্দোলনরত তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেতন শতভাগ না বাড়ালে পুলিশ সদস্যরা কাজে ফিরে যাবে না। বুধবার রাতে কয়েকজন পুলিশ কর্মকর্তার স্ত্রী রাজ্যের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দাবি-দাওয়ার বিষয়ে আলাপ করতে বৈঠক করেছেন। সবচেয়ে বেশি খারাপ অবস্থা দেখা দেয় রাজ্যের রাজধানী ভিক্টোরিয়াতে। এখানে দুটি বাসে অগ্নিসংযোগ ও দোকানপাট লুটপাট করা হয়েছে। নিরাপত্তার কারণে রাজ্যের স্কুল-কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গত ছয়দিনে সহিংসতায় ঠিক কতোজন নিহত হয়েছে সে ব্যাপারে ব্রাজিল সরকারের পক্ষে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তবে রাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ১০১ জন নিহতের খবর রেকর্ড করা হয়েছে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।