মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আরব সাগরে নিউক্লিয়ার এটাক সাবমেরিন, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার নিয়ে এ যাবৎ কালের বৃহত্তম সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌসেনারা। ট্রপেক্স-২০১৭ নামে এই মহড়া শুরু হয়েছিল ২৪ জানুয়ারি। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও তা চলছে। নাম না করলেও মূলত চীনকেই বার্তা দেওয়া হয়েছে এই বৃহত্তম নৌ-মহড়া থেকে। কারণ নৌসেনা সাফ জানাল, শত্রু সাবমেরিন’কে যে কোনও মুহূর্তে ধ্বংস করতে ভারত কতটা প্রস্তুত তা খতিয়ে দেখা এই মহড়ার অন্যতম প্রধান লক্ষ্য। শত্রু সাবমেরিন বলতে যে চীনা সাবমেরিনের কথাই বলা হচ্ছে, সে বিষয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নিশ্চিত। ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে চীনা সাবমেরিনের আনাগোনা সাম্প্রতিক কালে খুব বেড়ে গিয়েছে। কখনও আন্দামানের কাছে, কখনও বঙ্গোপসাগরের অন্য কোনও প্রান্তে কখনও আরব সাগরে লুকিয়ে হানা দিচ্ছে চীনা সাবমেরিনগুলি। ভারতীয় পানি সীমার খুব কাছে পাকিস্তানের করাচি বন্দর থেকেও যে চীনা সাবমেরিন ঘুরে এসেছে, উপগ্রহ চিত্রে তা ধরা পড়েছে। চীন পাকিস্তানকে নিউক্লিয়ার এটাক সাবমেরিন লিজ দিতে পারে বলেও শোনা যাচ্ছে। চিনের লক্ষ্য গোটা ভারত মহাসাগরীয় অঞ্চলে সাবমেরিন পাঠিয়ে এলাকায় নিজেদের নৌসেনার আধিপত্য কায়েম করা, ভারতকে সব দিক দিয়ে ঘিরে ফেলা এবং ভারতীয় নৌসেনার সব গতিবিধির খবর রাখা। ভারতীয় নৌসেনা এ বারের মহড়ায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রয়োজন পড়লেই চিনা সাবমেরিনগুলিকে বেকায়দায় ফেলতে ভারত সব রকম ভাবে প্রস্তুত। পিটিআই, এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।