Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

’২০ সাল নাগাদ ৪৫টি পরমাণু অস্ত্র বানাতে পারে উ. কোরিয়া

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া ২০২০ সাল নাগাদ ৪৫টি পারমাণবিক অস্ত্র বানাতে পারে। দক্ষিণ কোরিয়ার এক বিশেষজ্ঞ এমন ধারণা প্রকাশ করে বলেছেন, দেশটি যে হারে অস্ত্র উন্নয়ন করছে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মজুদ বাড়িয়েছে তা থেকেই এ আন্দাজ করা যায় উত্তর কোরিয়ার হাতে বিশাল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম থাকার কারণে দেশটি আনুমানিক আগামী তিন বছরের মধ্যে ২২টি থেকে ৪৫টি পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম হবে। দক্ষিণ কোরিয়ার সেজুং ইন্সটিটিউটের গবেষণা পরিকল্পনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিশেষজ্ঞ লি স্যাং-হিয়ুন গত বৃহস্পতিবার  বলেন, পিয়ংইয়ংয়ের হাতে এখন প্রায় ২৮০ কেজি উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তিনি বলেন, উত্তর কোরিয়ায় কেবল এটম বোমা বানানোর উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়ামই নয়, প্রায় ৫০ কেজি মতো প্লুটোনিয়ামও আছে। আগামী কয়েকবছরে এই প্লুটোনিয়াম প্রক্রিয়াজাত করার সক্ষমতা তারা হয়ত বাড়াবেও। ইয়ংবেয়ন পারমাণবিক স্থাপনার কাজ ২০১৩ সালে নতুন করে শুরু করেছে উত্তর কোরিয়া। এ স্থাপনাতেই তারা প্রতিবছর প্লুটোনিয়ামকে বোমা তৈরির জন্য কাজে লাগানোর চেষ্টা নিতে পারে এবং ইউরেনিয়ামের মজুদ আরও বাড়াতে পারে বলে ধারণা বিশেষজ্ঞ হিয়ুনের। ওয়েবসাইট।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ