মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বন্ধে কেনিয়া সরকারের নির্দেশকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছেন সে দেশের উচ্চ আদালত। আদালত এক রুলিংয়ের জবাবে এ ঘোষণা দিয়েছে। গত বছর দাবাব শরণার্থী শিবিরটি জোর করে খালি করার নির্দেশ দেয় সরকার। এই শিবিরটিতে ২ লাখ ৬০ হাজার সোমালি শরণার্থী রয়েছে। আগামী মে মাসের মধ্যে এটি বন্ধ করার কথা। তবে এর আগেই কেনিয়ার উচ্চ আদালত সরকারের এ নির্দেশকে অবৈধ ঘোষণা করল। বিচারক জন মাতিভো গত বৃহস্পতিবার রায়ে বলেছেন, কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সোমালিয়া সীমান্তবর্তী শিবিরটি বন্ধের নির্দেশ দিয়ে তার ক্ষমতার অপব্যবহার করেছেন। শিবিরটি বন্ধ করলে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ নির্দেশ দেওয়া হয়েছে, যা কেনিয়ার সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।