রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক : রায়গঞ্জে অগ্নিকান্ডে ১৪ দোকান ও জীবননগরে ৩ ঘর ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারের একটি মার্কেটে আগুন লেগে ১৪টি দোকান ও মালামাল পুড়ে ছাই গেছে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবারে ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। বগুড়ার শেরপুরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ও ব্যবসায়ীরা জানান, তোফাজ্জেল হোসেনের কাপড়ে দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন মার্কেটের কাপড়ের দোকান, ইলেকট্রিক ও মুদিখানার টিভি, শপ-পার্টিসহ ১৪টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোর সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে। আগুনে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে শেরপুর ও রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দুটি টিম প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন।
জীবননগর (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা জানান, জীবননগর উপজেলার বাঁকা প্রতাবপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকা-ে ৩ কৃষকের বাড়ি ভষ্মিভূত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে বৈদ্যুতিক মিটার হতে এ অগ্নিকা-ের সৃষ্টি হয়। অগ্নিকা-ে আজির বক্সের দুই ছেলে আলতাব হোসেন ও ইউনুছ আলী এবং আলতাব হোসেনের ছেলে জনির বাড়ি সম্পূর্ণভাবে পুঁড়ে যায়। অগ্নিকা-ে ইউনুছের একটি হালের বলদ পুড়ে গেছে। জীবননগর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার পূর্বেই মুহূর্তের মধ্যে তিন কৃষকের বাড়ি চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকা-ে নগদ ১৭ হাজার টাকা, আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও কাপড়চোপড় পুড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।