রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : পৌর নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর চিফ এজেন্ট হওয়ার অভিযোগ এনে কালকিনি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুককে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করতে সংবাদ সম্মেলন করেছে কালকিনি উপজেলা আ.লীগ। গত মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী স্বাক্ষরিত কপিতে বলা হয় মীর গোলাম ফারুক দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আ.লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় তাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, পৌর মেয়র এনায়েত হোসেন ও পৌর আ.লীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেন দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।