রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগ নেতা আঃ মন্নান গাজী (৪০) খুন হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কুপিয়ে খুন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছেন। রাতের কোন এক সময় ধারাল অস্ত্র দিয়ে মন্নানকে খুন করা হয়। নিহত মন্নান গাজী রাতে তার দোকান বন্ধ করে বাসায় ফিরছিল। জানা যায়, নিহত মন্নান গাজী আলীপুর বাজারের খুচরা পেট্রোল বিক্রেতা। সে লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গার আব্দুল খালেক গাজীর ছেলে। মান্নান গাজী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পূর্ব আলীপুরে বসবাস করত। পেশায় ব্যবসায়ী মন্নান গাজী লতাচাপলী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। খুনের শিকার হওয়া মন্নান গাজীর ছেলে অপু (১৭) জানায়, তার বাবাকে সৎ মায়ের কারণেই খুন হতে হয়েছে। সৎ মা ও সৎ মায়ের ভাইদের সন্দেহ করেছে অপু। এদিকে কলাপাড়া সার্কেলের এএসপি এবং কলাপাড়া থানার অফিসার ইনচার্জ সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অফিসার ইনচার্জ জিএম শাহনেওয়াজ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। আমরা দ্রুত খুনিদের গ্রেফতারের চেষ্টা করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।