Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে প্রতিরোধে এলাকাবাসীর রাত জেগে পাহারা

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে ইদানীং চুরি, ডাকাতি ও ছিনতাই নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিরাতেই কোন না কোন শহর ও গ্রাম এলাকায় এসব অপরাধ কর্মকা- ঘটছে। পুলিশ তৎপরতা দেখালেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। ফলে চুরি, ডাকাতি প্রতিরোধে এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন বিভিন্ন পাড়া-মহল্লায়। জানা যায়, গত ১৩ জানুয়ারি উপজেলার খাতামধুপুর ইউনিয়নে গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি গেছে। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। গত ১০ জানুয়ারি শহরের নতুন বাবুপাড়া এলাকায় এনজিও কর্মী সাইফুল ইসলামের বাসায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। একই দিন রাতে শহরের বাঁশবাড়ী এলাকায় ব্যবসায়ী শামসুদ্দিন অরুনের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এই দুটি ডাকাতির ঘটনায় ডাকাতরা ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া দিনের বেলায় একটি স্কুলের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় মানুষ আতংকিত হয়ে পড়েছে। চোরেরা বাসাবাড়ির বৈদ্যুতিক তার, নলকূপের হেডসহ বিভিন্ন মালামাল চুরি করছেন অহরহ। কোনভাবেই চোরদের উপদ্রব ঠেকানো যাচ্ছে না। এর আগে শহরের ব্যস্ত তুলশিরাম সড়কের মাড়েয়ারী পট্টিতে সাটারের তালা খুলে ৩টি সিন্দুক লুটের ঘটনাও ঘটেছে। এসব অপরাধ কর্মকা-ে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও প্রকৃত আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে প্রতিরোধে এলাকাবাসীর রাত জেগে পাহারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ