Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিফ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বেনারসের এক মুসলমান পরিবারের গল্প। পরিবারের প্রধান রাজা (দানিশ হোসেন)। ১৯৯৩ সালের হিন্দু-মুসলমান দাঙ্গার পর বোন জাহারাকে (নীলিমা আজিম) এক পাকিস্তানির সঙ্গে বিয়ে দিয়েছিল বলে এখনো সে অপরাধবোধে ভোগে। অন্যদিকে বিরুদ্ধ পরিবেশের কাছে পরাজিত হয়নি জাহারা, সেখানে সে নিজেকে সামলে নিয়েছে। দেশে ফেরার পর সে দেখতে পায় ভাইয়ের ছেলে আলি (মোহাম্মদ সৌদ) স্থানীয় মাদরাসায় পড়ে। জাহারার আশা, তার ভাইয়ের ছেলেটি বড় হয়ে চিকিৎসক হবে। মাদরাসা থেকে ছাড়িয়ে তাকে ইংরেজি স্কুলে দেয়ার জন্য রাজাকে রাজি করিয়ে ফেলে জাহারা। কিন্তু তারা জানতেই পারেনি কি এক জটিল অবস্থায় পড়তে যাচ্ছে তারা। প্রথমত আলি নিজেই ভীষণ এক প্রতিকূল অবস্থায় পড়ে। ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষকরা তাকে যেন শত্রু হিসেবে বিবেচনা করতে থাকে। মাদরাসা থেকে আসা ছাত্রটিকে তারা সহ্যই করতে পারে না। একবারে তারা তাকে যে ইংরেজি সে শেখেনি তা জোর করে শেখাবার জন্য চাপ সৃষ্টি করে। মানসিক আর শারীরিক নির্যাতনের শিকার হতে হয় আলিকে। তার এই পদক্ষেপের কারণে তার পারিপার্শ্বিক সমাজও তার শত্রুতে পরিণত হয়। জাহারাকে সে দেশে রাখার চেষ্টা শুরু করে, কিন্তু আশপাশের কিছু মানুষ তা যাতে সফল না হয় সেজন্য তৎপর হয়ে ওঠে।    

বলিউড শীর্ষ পাঁচ
১। রইস (শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, শিবা চাদ্ধা, জিশান আইয়ুব, অতুল কুলকার্নি)
২। কাবিল (হৃতিক রোশন, যামী গৌতম, রোনিত রায়, রোহিত রায়, নরেন্দ্র ঝা, শহিদুর রহমান, অখিলেন্দ্র মিশ্র, সুরেশ মেনন, গিরীশ কুলকার্নি)
৩। দাঙ্গাল (আমির খান, সানিয়া মালহোত্র, ফাতিমা সানা শেখ, সাকশি তানভার, সুহানি ভাটনগর, জায়রা ওয়াসিম)
৪। ওকে জানু (আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর, নাসিরুদ্দিন শাহ, লীলা স্যাম্পসন)
৫। আলিফ (মোহাম্মদ সৌদ, ঈশান কৌরব, নীলিমা আজিম, ভাবনা পানি, দানিশ হোসেন. পবন তিওয়ারি, আদিত্য ওম)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলিফ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ