মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিম-উত্তর প্রদেশ কাশ্মীর হয়ে উঠতে দেরি নেই বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য যোগী আদিত্যনাথ। গত বুধবার লক্ষেèৗতে দলীয় দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিম-উত্তর প্রদেশ থেকে যেভাবে লোকজন পালিয়ে যাচ্ছে তা খুবই উদ্বেগজনক। যদি সেখান থেকে এভাবে পলায়ন চলতে থাকে তাহলে রাজ্যটি কাশ্মীর হয়ে উঠতে মোটেও দেরি হবে না। রাম মন্দির ইস্যু, কাইরানা থেকে পলায়ন, অবৈধ কসাইখানা, জনবিন্যাসগত পরিবর্তন এবং এন্টিরোমিও স্কোয়াড গঠন প্রসঙ্গ উত্থাপন করে এসবকে সাধারণ মানুষের ইস্যু বলে মন্তব্য করেন তিনি। এর আগে উত্তর-প্রদেশের কাইরানা থেকে মুসলিমদের অত্যাচারে ৩৪৬টি হিন্দু পরিবার পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে বিজেপি এমপি হুকুম সিং দাবি করেন এবং বিজেপি নেতারা এ নিয়ে মেরুকরণের চেষ্টা চালান। কিন্তু প্রশাসনিক এবং গণমাধ্যমের পক্ষ থেকে বিশেষ তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়। আদিত্যনাথ বলেন, অযোধ্যায় আগে যা ঘটেছে সেজন্য রামভক্তদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতেও যা হবে তাতেও রামভক্তদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। টেলিগ্রাফ ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।