Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জইশ নেতা মাসুদকে নিষিদ্ধ করার প্রস্তাব আটকে দিল চীন

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পাঠানকোট হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন জইশ নেতা মাসুদ আজহারকে নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় অন্তর্ভুক্ত করতে জাতিসংঘে যে প্রস্তাব পেশ করেছিল যুক্তরাষ্ট্র, ভেটো প্রয়োগ করে সেই উদ্যোগ বাতিল করে দিয়েছে চীন। জইশ নেতা মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করতে ভারতের প্রস্তাব আগেও আটকিয়েছে বেজিং। কিন্তু যুক্তরাষ্ট্রে ক্ষমতা বদলের পরেও চীন যে পুরনো অবস্থান থেকে নড়ছে না তা আবারো বুঝিয়ে দিল তারা। গোটা বিষয়টি নিয়ে এখন নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, বিষয়টি নিয়ে চীনের সঙ্গে কথা বলা হবে। মাসুদকে জাতিসংঘ নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় আনতে লাগাতার চেষ্টা চালাচ্ছে ভারত কিন্তু চীনের প্রতিবাদে বারবার তা আটকে গেছে। এরই মধ্যে ক্ষমতায় আসার পরে ট্রাম্প জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে জোরালো লড়াইয়ে নামার ডাক দিয়েছেন। যুক্তরাষ্ট্র বিষয়টিকে অগ্রাধিকার দেয়ায় সীমান্ত-সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে আরো কোণঠাসা করতে চায় নয়াদিল্লি। তাই মাসুদকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক পদক্ষেপ ভারতকে উৎসাহ দিয়েছে। পিটিআই, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ