Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের ভ্রমণে দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত হয়ে যাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের আদালতের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সব দেখে আদালতকে তার কাছে অনেকটাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মনে হচ্ছে। নানা উক্তির কারণে বিভিন্ন মহলে সমালোচিত ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় নতুন করে আদালতের প্রতি খেদ ঝাড়লেন, যখন তার দেওয়া নির্বাহী আদেশকে প্রশ্নবিদ্ধ করে রুল জারি করেছে একটি আদালতে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি একটি আদালতকে পক্ষপাতদুষ্ট বলতে চাই না। সুতরাং আমি এটাকে পক্ষপাতদুষ্ট বলবো না। তাছাড়া আমরা এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। তবে আদালতের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারাও রাজনৈতিক। তারা যদি পুরো বিষয়টির চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন, সেটিই হবে আমাদের বিচার পদ্ধতির জন্য মঙ্গলময়। আমি মনে করি আজ একটি বাজে দিন গিয়েছে। আমার মনে হয় আমাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে, যোগ করেন তিনি। ট্রাম্পের নির্বাহী আদেশে ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে আদালতের আদেশে গত সপ্তাহে ওই নিষেধাজ্ঞার একটি অংশ স্থগিত হয়ে যায়। ফেডারেল কোর্টের ওই আদেশ বাতিল চেয়ে যুক্তরাষ্ট্র সরকারের করা একটি আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে নাইন্থ সার্কিট আপিল কোর্ট নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি নাকচ করে দেয়। আদেশে বলা হয়, পুরো আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতই থাকছে। সিএনএন, এপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ