মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বহু বিতর্কের পর অবশেষে সিনেটের ভোটে যুক্তরাষ্ট্রের পরবর্তী অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগের জন্য চূড়ান্ত অনুমোদন পেলেন প্রাক্তন রিপাবলিকান সিনেটর জেফ সেশনস। নাগরিক অধিকারের বিরুদ্ধে সেশনসের বিতর্কিত ভূমিকা তুলে ধরে ডেমোক্র্যাটিক পার্টির সিনেটররা তার নিয়োগের বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে এলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনিত প্রার্থীর ওপরই শেষ আস্থা রাখলেন রিপাবলিকানরা। গত বুধবার সিনেটের ভোটাভুটিতে ৫২-৪৭ ভোটে অ্যালবামার রিপাবলিকান সিনেটর সেশনসের নিয়োগ নিশ্চিত হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মনোনয়নগুলোর মধ্যে সেশনসের মনোনয়ন অন্যতম। তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ আছে। এই অভিযোগের কারণে ১৯৮৬ সালে তার ফেডারেল বিচারক হওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছিল। ভোটাভুটির আগে সেশনসের মনোনয়ন নিয়ে যুক্তরাষ্ট্র সিনেটে দীর্ঘ শুনানি হয়। এতে নাগরিক অধিকারের বিষয়ে সেশনসের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ জানান ডেমোক্রেট সিনেটররা। শেষ পর্যন্ত দলীয় দৃষ্টিভঙ্গী অনুসারেই সিনেটের ফলাফল নির্ধারিত হয়। শুধু ওয়েস্ট ভার্জিনিয়ার ডেমোক্রেট সিনেটর জো মানচিন সেশনসের পক্ষে ভোট দেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দায়িত্ব নিবেন সেশনস। ৯৩ জন কৌঁসুলিসহ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে এক লাখ ১৩ হাজার কর্মী আছেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়নের পর এক বিবৃতিতে সেশনসকে একজন বিশ্বমানের আইনজ্ঞ হিসেবে বর্ণনা করেছিলেন ট্রাম্প। সাবেক কৌঁসুলি সেশনস ১৯৯৬ সালে সিনেটর নির্বাচিত হন। নির্বাচনী প্রচারাভিযানের গোটা সময়টাই তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল তোলার প্রস্তাবের উৎসাহী সমর্থক সেশনস অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার যে কোনো ধরনের প্রস্তাবেরও বিরোধী। সাম্প্রতিক বছরগুলোতে সেশনসের মতো সিনেটর থেকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠানের নজির খুব কম। সিনেটের ভোট তার পক্ষে যাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কংগ্রেসের সদস্যদের প্রতিপক্ষ দলের স্বাধীন মত চর্চার সুযোগ দেওয়ার ওপর গুরত্বারোপ করেন তিনি। তার ওপর আস্থা রেখে যারা ভোট দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানান সেশনস। জাতি, অভিবাসন ও ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সংস্কার নিয়ে এর আগে বিতর্কিত ভূমিকা পালন করেন জেফ সেশনস। মার্টিন লুথার কিং জুনিয়রের স্ত্রী কোরেটা স্কট কিংয়ের লেখা একটি চিঠি গত মঙ্গলবার সিনেটে পড়ে শোনান হয়। তাতে সেশনসের সমালোচনা ছিল। মন্ত্রিসভার বিভিন্ন দায়িত্বে প্রেসিডেন্ট ট্রাম্প ২২ জনকে মনোনিত করেছেন। সিনেটে সেশনস অনুমোদিত হওয়ার মধ্য দিয়ে ২২ জনের মধ্যে এ পর্যন্ত আটজন মন্ত্রিসভার দায়িত্বে চূড়ান্ত নিয়োগ পেলেন। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।