Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আর্জেন্টিনায় সূর্যস্নানের দাবিতে নারীদের বিক্ষোভ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সমুদ্রসৈকতে অর্ধনগ্ন হয়ে সূর্যস্নানের অধিকারের দাবিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের রাজপথে টপলেস হয়ে প্রতিবাদে নেমেছেন নারীরা। গত বুধবার দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার অর্ধনগ্ন হয়ে সূর্যস্নানের অধিকারের দাবিতে বুয়েনস এইরেসের সড়কে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন হাজারো বিক্ষোভকারী। ওই বিক্ষোভকারীদের দলে শামিল হয়েছেন নগ্ন নারীরাও। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশজুড়ে একই দাবিতে ছোট আকারের কিছু প্রতিবাদ হয়েছে। জানুয়ারি মাসের একটি ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা এই প্রতিবাদ করছেন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি, আর্জেন্টিনার আইন নারীদের প্রকাশ্যে সমুদ্রসৈকতে অর্ধনগ্ন হয়ে সূর্যস্নানের অনুমতি দেবে কি না। সম্প্রতি দেশটির জাতীয় ফৌজদারি আইনে ‘অশালীন প্রদর্শন’ নিষেধ, এমন আইনের কথা বলে পুলিশ টপলেস নারীদের সৈকত ত্যাগ করতে বলে। তবে এ ঘটনার পর দেশটির একজন বিচারক রুল দিয়েছেন, নগ্ন হয়ে ঘোরা অপরাধ নয়। বিক্ষোভকারীদের যুক্তি, সৈকতে পুরুষদের মতো নারীদেরও টপলেস হয়ে সূর্যস্নানের সমান অধিকার রয়েছে। তাঁরা বলেন, এ ঘটনা আর্জেন্টিনায় নারী ও পুরুষের মধ্যে সামাজিক বৈষম্যের এক চরম দৃষ্টান্ত। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ