Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম অভিবাসী নিষিদ্ধ করার পক্ষে ইউরোপীয়রা

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অধিকাংশ ইউরোপীয় নাগরিক অভিবাসন ও শরণার্থীদের আগমন ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞার মতো নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন। সম্প্রতি যুক্তরাজ্যের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া দশটি দেশের ইউরোপের নাগরিকদের মধ্যে ৫৫ শতাংশই মনে করেন, প্রধানত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। জরিপটি পরিচালনা করেছেন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। হোয়াট ডু ইউরোপীয়ান থিংক অ্যাবাউট মুসলিম ইমিগ্রেশন-শিরোনামের জরিপ প্রতিবেদনটি তৈরিকারী বলেন, আমাদের জরিপের ফল বিস্ময়কর ও গুরুতর। জরিপে অংশগ্রহণকারীরা মনে করছেন, মুসলিম দেশের অভিবাসীদের নিষেধাজ্ঞা শুধু যুক্তরাষ্ট্রে নয় অন্যত্রও জারি করা উচিত। এ জরিপ পরিচালনা করা হয়েছিল সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে ট্রাম্পের নির্বাহী আদেশ দেয়ার আগেই। জরিপে অংশ নেয়া প্রায় দশ হাজার উত্তরদাতা বলেছেন, এখন থেকে মুসলিম দেশ থেকে অভিবাসীদের আসা বন্ধ করা উচিত।। গত মঙ্গলবার এ জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপের প্রশ্নটি ছিল, তারা এটাকে সমর্থন করেন কি-না। জরিপে অংশ নেয়া দশটি ইউরোপীয় দেশের নাগরিকদের মধ্যে ৫৫ শতাংশ নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন। ২৫ শতাংশ মত দেননি আর ২০ শতাংশ নিষেধাজ্ঞার বিপক্ষে মত দিয়েছেন।  দশটির দেশের মধ্যে নিষেধাজ্ঞার পক্ষে পোল্যান্ডে ৭১ শতাংশ, অস্ট্রিয়াতে ৬৫ শতাংশ, জার্মানিতে ৫৩ শতাংশ, ইতালিতে ৫১ শতাংশ, যুক্তরাজ্যে ৪৭ শতাংশ এবং স্পেনে ৪১ শতাংশ মানুষ মত দিয়েছেন। কোনো দেশেই নিষেধাজ্ঞার বিপক্ষে মত দেয়া অংশগ্রহণকারীদের সংখ্যা ৩২ শতাংশের বেশি ছিল না। জরিপের প্রতিবেদন প্রস্তুতকারী আরো বলেন, আমাদের জরিপে আরো দেখা যায়, ইউরোপে মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে জনমত বাড়ছে অবসরপ্রাপ্ত ও বয়স্কদের মধ্যে। তবে যাদের বয়স ৩০-এর কম তারা উল্লেখযোগ্য হারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শিক্ষাভেদেও জরিপের ফলে তারতম্য রয়েছে। উচ্চমাধ্যমিক সম্পন্ন করাদের মধ্যে ৫৯ শতাংশ মুসলিম অভিবাসীদের নিষেধাজ্ঞার বিপক্ষে মত দিয়েছেন। ডিগ্রিধারীদের মধ্যে অর্ধেকেরও বেশি অভিবাসন কমিয়ে আনার পক্ষে। অস্ট্রিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, ফ্রান্স ও বেলজিয়ামে মুসলিম জনসংখ্যার সংখ্যাগত পার্থক্য থাকলেও মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে জনমত বাড়ছে। রয়টার্স, বিবিসি, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ