Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিনের বিরুদ্ধে ভোটে লড়তে পারবেন না নাভালনি

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রধান বিরোধী দলের নেতা আলেক্সেই নাভালনি অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর ফলে আগামী বছর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভøাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ৪০ বছর বয়সী রাশিয়ার সরকারবিরোধী আন্দোলনের সুপরিচিত এই নেতা। তবে নাভালনি তার ওপর আনা সকল অভিযোগ অস্বীকার করে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। তার দাবি, ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে তাকে দূরে রাখতেই পরিকল্পিত এই দ-াদেশ দেয়া হয়। গত বুধবার কিরোভ শহরের একটি আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক অ্যালেক্সেই ভিতিউরিন প্রায় পাঁচ লাখ ডলার আত্মসাতের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন। নাভালনিকে এর আগে পাঁচ বছরের কারাদ- দেয়া হয়েছিল। বিচারক নাভালনির পূর্বের রায় স্থগিত করে প্রায় আট হাজার ৫০০ ডলার জরিমানা করেছেন। অর্থ আত্মসাতের এই মামলায় তিনি ২০১৩ সালে প্রথম দ-প্রাপ্ত হন। তখন রাশিয়ার একটি আদালত কাঠ বিক্রি থেকে সরকারি অর্থ আত্মসাতের দায়ে তাকে পাঁচ বছরের কারাদ- দেন। পরবর্তীতে মানবাধিকারবিষয়ক ইউরোপীয় আদালত তার প্রথম বিচারে সুষ্ঠু শুনানি হয়নি বলে অভিযোগ জানালে, পুনরায় শুনানি অনুষ্ঠিত হয় মামলাটির। আলেক্সেই বলেন, রাজনীতি থেকে আমাকে দূরে সরিয়ে রাখার জন্যই এমন অভিযোগ আনা হয়েছে। রাশিয়ার আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেন এই অভিযোগ বিচারের দায়িত্ব নেয়। উল্লেখ্য, রুশ আইনে কেউ আদালতে অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। তবে আদালতের রায়ের পরও তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আশাবাদী। রুশ সংবিধান অনুযায়ী, কারাগারে না থাকা যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন। তিনি এ বিষয়ে উচ্চআদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। ২০১১ ও ২০১২ সালে আলেক্সেই পুতিন সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করতে সক্ষম হন। ২০১৩ সালে মস্কোর মেয়র নির্বাচনের ঠিক আগমুহূর্তে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, নাভালনি এক কাঠ বিক্রির ঘটনা থেকে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। উত্তর রাশিয়ার কিরোভ অঞ্চলে ওই চুক্তির সময় নাভালনি স্থানীয় সরকারের অবৈতনিক উপদেষ্টা ছিলেন। অপর এক খবরে বলা হয়, অ্যালেক্সাই নাভালনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক। এ নিয়ে দ্বিতীয়বার নাভালনি দোষী সাব্যস্ত হলেন। তার প্রথম বিচারে আদালতের রায় অন্যায্য বলে নাকচ করে দিয়েছিলেন ইউরোপীয় মানবাধিকার আদালত। ফলে মামলাটির পুনর্বিচার করা হয়। কিরভ রাজ্যের গভর্নরের উপদেষ্টা হিসেবে কাজ করার সময় নাভালনির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।  ইনডিপেন্ডেন্ট, আল-জাজিরা, টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ