Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিষ প্রয়োগের অভিযোগ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক ভøাদিমির কারা মুরজাকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ইয়েভজেনিয়া। গত ২০১৫ সালে কিডনি অকেজো হয়ে কারা মুরজা প্রায় মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তার স্ত্রী ইয়েভজেনিয়ার দাবি মুরজাকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা চালানো হয়। সে সময় ফরাসি এক গবেষণাগার জানায়, তার রক্তে উচ্চমাত্রার ধাতব পদার্থের সন্ধান পাওয়া গেছে। কিন্তু ওই পদার্থটির নাম তারা বলতে পারেননি। গত সপ্তাহে মুরজাকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কোমায় আছেন। তার স্ত্রী জানিয়েছেন, চিকিৎসকদের দেয়া তথ্য অনুযায়ী সূক্ষ¥ভাবে মুরজার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। তবে ওই বিষাক্ত পদার্থটির নাম জানা যায়নি। মুরজা বিরোধী দলের নেতা বোরিস নেমসভের খুব ঘনিষ্ঠ ছিলেন। ২০১৫ সালে তিনি খুন হন। ৩৫ বছর বয়সী মুরজা পেশায় একজন সাংবাদিক। তিনি রাশিয়ান রিপাবলিকান পিপলস ফ্রিডম নামের একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এ বিষয়ে মার্কিন সিনেটর মার্কো রুবিও বলেছেন, ভøাদিমির পুতিনকে সন্দেহমুক্ত রাখার কোনো অবকাশ নেই। কারণ, তার শাসনামলেই একের পর এক রাজনৈতিক নেতা বিষক্রিয়ায় আকান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। এদিকে, গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে সাক্ষাৎকার দেয়ার সময় পুতিনের পক্ষে সাফাই গেয়েছেন। সাংবাদিক বিল ওরেলি পুতিনকে খুনি হিসেবে উল্লেখ করলে ট্রাম্প তার জবাবে বলেন, খোদ যুক্তরাষ্ট্রেও অনেক খুনি রয়েছে। আমাদের দেশের লোককে কেন আপনার নিষ্পাপ বলে মনে হয়? দ্য ডেইলি বিস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ