মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত টুইট করে বিশ্বব্যাপী শোরগোল সৃষ্টিকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি পাঠিয়ে গঠনমূলক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ও জিনপিংয়ের মধ্যে সরাসরি কোনো কথা হয়নি। দীর্ঘদিনের কূটনৈতিক শর্ত ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের সরাসরি ফোনালাপ ও দক্ষিণ চীনসাগরে কর্তৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপড়েন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দূরত্ব তৈরি করে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, অভিষেক উপলক্ষে শি জিনপিং শুভেচ্ছা বার্তা পাঠানোয় তাকে ধন্যবাদ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনা নববর্ষ উপলক্ষে দেশটির জনগণের সমৃদ্ধি কামনা করেছেন তিনি। হোয়াইট হাউসের বিবৃতিতে গত বুধবার বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশের স্বার্থে গঠনমূলক সম্পর্ক স্থাপন করতে প্রেসিডেন্ট শির সঙ্গে কাজ করতে চান তিনি। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাছাড়া ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এ পর্যন্ত দুই নেতার মধ্যে সরাসরি কোনো আলাপ হয়নি। যদিও নভেম্বর মাসে নির্বাচনে বিজয়ের পর তারা কথা বলেছিলেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।