Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাটিং ব্যর্থতায় রুমানাদের হার

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ পরেই পুরোনো চেহারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টির যুগে তিনশোর্ধো ইনিংসও যেখানে নিরাপদ নয়, সেখানে বাংলাদেশের রমণীরা দুইশ তাড়া করেও জয়ের ক্ষমতা রাখে না। গতকাল আইসিসি নারী বিশ্বকাপ বাছায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান নারী দলকে ২২৭ রানে আটকে দিয়ে শেষ ওভার পর্যন্ত ব্যাট করেও তাই রোমানা আহমেদের দলকে হারতে হয়েছে ৬৭ রানের বড় ব্যবধানে।
কলম্বোর পি সারা ওভালে ধীর ব্যাটিংই ডুবিয়েছে বাংলাদেশকে। কারো স্ট্রাইক রেটই ৬০ স্পর্শ করেনি, দুটির বেশি চারও মারতে পারেনি কেউ। ৪৯.৩ ওভার পর্যন্ত ব্যাট করেও তাই থামতে হয়েছে মাত্র ১৬০ রানে। ৭২ বলে সর্বোচ্চ ৪১ রান করেন নিগার সুলতানা, ৬৭ বলে ৩৪ সানজিদা ইসলামের। ষষ্ঠ ওভারে দলীয় ২২ রানে শারমিন সুলতানাকে হারিয়ে শুরু, এরপর উইকেটে থিতু হয়েও ব্যর্থতার চিত্রনাট্য ছিল বরাবরের মতোই।
এর আগে ৭৬ রানের উদ্বোধনী জুটির পরও ঠিক ৫০ ওভারে ২২৭ রানে পাকিস্তান নারীদের গুটিয়ে দেয় রুমানারা। যদিও অতিরিক্ত খাতে তাদের ব্যয় ছিল ৩১ রান। শেষ দিকে রাবেয়া শাহ এর ৩৩ বলে ৩৪ ও আলিয়া রিয়াজের ৩২ বলে ৩১ পাকিস্তানকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেয়। দুই হাত দিয়েই বল করার বিরল কৃতিত্ব দেখান শায়লা শারমিন। যদিও ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে তিনি কোনো উইকেট পাননি। ৪০ রানে ৩ উইকেট নেন রুমানা, ২টি করে খাদিজা ও সালমা। কাল নিজেদের তৃতীয় ম্যাচে রুমানাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান নারী ক্রিকেট দল: ৫০ ওভারে ২২৭ (আয়েশা ৩৪, নাহিদা ২৮, জাভেরিয়া ১, বিসমাহ ৩৫, নাইন ২৭, রাবেয়া ৩৩, আলিয়া ৩১, সানা ৩, আয়মান ১, নাশারা ১, ফাতিমা ১*; জাহানারা ১/২৭, পান্না ০/৩৫, খাদিজা ২/৪৩, সালমা ২/৩৭, রুমানা ৩/৪০, শায়লা ০/১৮, সানজিদা ০/১২)।
বাংলাদেশ নারী ক্রিকেট দল: ৪৯.৩ ওভারে ১৬০ (শারমিন সুলতানা ৯, শারমিন আক্তার ১২, সানজিদা ৩৪, ফারজানা ১৭, রুমানা ৬, নিগার ৪১, সালমা ৪, শায়লা ৭, জাহানারা ২, পান্না ৯*, কুবরা ৬; আয়মান ১/২১, নাশারা ২/২৭, সানা ২/১৯, আলিয়া ০/২৯, জাভেরিয়া ১/২৯, ফাতিমা ৩/২৮, বিসমাহ ০/৭)।
ফল : পাকিস্তান নারী দল ৬৭ রানে জয়ী।
ম্যাচসেরা : গোলাম ফাতিমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ