Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাছে গিয়েও হার শ্রীলঙ্কার

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতার কাটিয়ে উঠলেও হার এড়াতে পারেনি শ্রীলঙ্কা। সিরিজের চতুর্থ ওয়ানডেতে প্রটিয়াদের দেয়া ৩৬৮ রানের বিশাল লক্ষ্যে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল তারা। কিন্তু হাতে ৬ উইকেট রেখে ৪২ বলে ৬৯ রানের চূড়ান্ত হিসেবটা তারা মেলাতে পারেনি। ১১ বল বাকি থাকতে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ৪০ রানে। অধিনায়ক উপল থারাঙ্গা ও নিরোশান ডিকওয়েলার ব্যাটে লঙ্কানদের শুরুটা ছিল দুর্দান্ত। মাত্র ১৬ ওভারে তারা গড়ে ১৩৯ রানের উদ্বোধনী জুটি। ২০৩ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে ফেরার আগে ৯০ বলে ১১৯ রানের দুর্দান্ত একটা ইনিংস উপহার দিয়ে যান থারাঙ্গা। এরপর সান্দুন উইরাখোদের (৫১ বলে ৫৮) ব্যাট স্বপ্ন দেখছিল সফরকারীরা। কিন্তু ৪৫তম ওভারে এই মিডিলঅর্ডার ফিরতেই স্বপ্ন শেষ হয়ে যায় লঙ্কানদের। এর আগে ফাফ ডু প্লেসি (১৮৫) ঝড়ে ৫ উইকেট হারিয়ে ৩৬৭ রান করে দক্ষিণ আফ্রিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ