পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : জার্মানের ফ্রাংকফুটে অংশ নিতে যাচ্ছে দেশের ৩৮ প্রতিষ্ঠান। এই প্রদর্শনীতে একই ছাদের নিচে অংশগ্রহণ করেছেন প্রায় ১৪০টি দেশের উদ্যোক্তা ও ভোক্তারা। ইউরোপে বাণিজ্যের প্রাণকেন্দ্র জার্মানের ফ্রাংকফুটে অনুষ্ঠিত হচ্ছে এ প্রদর্শনী। আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাংকফুট তাদের নিজস্ব প্রদর্শনী হলে এই মেলার আয়োজন করছে। বিশ্বের সবচেয়ে বড় ও নান্দনিক গৃহস্থালি পণ্যের আসর অ্যাম্বিয়েন্টি ফ্রাংকফুট ২০১৭ নামে এই আসর পরিচিত। আন্তর্জাতিকভাবে বেশ জনপ্রিয় এ প্রদর্শনী আগামীকাল ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, দেশের ৩৮ প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে। এগুলোর মধ্যে রয়েছে সিরামিক, প্লাস্টিক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, গৃহস্থালি পণ্য, হস্তশিল্প, গৃহসজ্জা, চামড়া ও চামড়াজাত পণ্যসহ ভোগ্যপণ্যের প্রতিষ্ঠান। জানা গেছে, এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে ৯৬টি দেশের চার হাজার ৩৫৬টি স্টল। উদ্যোক্তাদের প্রত্যাশা, এবারের প্রদর্শনীতে আরো বেশি ক্রেতা-দর্শনার্থী অংশ নেবে। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোও আরো দৃষ্টিনন্দন ও উন্নতমানের পণ্য নিয়ে আসবে। এবারের মেলায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আর্টিসান সিরামিক লিমিটেড, বেঙ্গল পলিমার ওয়্যার লিমিটেড, আড়ং, ক্রিয়েশন (প্রাইভেট) লিমিটেড, ঢাকা হ্যান্ডিক্রাফটস, ফার সিরামিকস, গোল্ডেন জুট প্রডাক্টস, মুন্নু সিরামিকস, ওনাস হ্যান্ডিক্রাফটস লিমিটেড, প্যারাগন সিরামিকস, পিপলস সিরামিকস, প্রতীক সিরামিকস, আরএফএল প্লাস্টিকস, শাইনপুকুর সিরামিকস, ঊষা হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ভারভি লেদার ওয়্যার লিমিটেড ইত্যাদি। মেসে ফ্রাংকফুট বিশ্বের ট্রেড শো আয়োজকদের মধ্যে নেতৃস্থানীয়। এতে সম্পৃক্ত রয়েছে দুই হাজার ২৪৪ জন কর্মী। এর নেটওয়ার্কে বাংলাদেশসহ প্রায় ৩০টি সাবসিডিয়ারি এবং প্রায় ৫৫ জন আন্তর্জাতিক সেলস পার্টনার আছে। ফলে সহজে ১৭৫টিরও বেশি দেশে কাজ করা সম্ভব হয় তাদের। বিশ্বের ৫০টিরও বেশি জায়গায় এখন পর্যন্ত ইভেন্টের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। শুধু ২০১৬ সালেই ১৩৩টিরও বেশি ট্রেড ফেয়ারের আয়োজন করে তারা। গত বছর এই প্রদর্শনীতে বিশ্বের ১৪৩ দেশের এক লাখ ৩৭ হাজার ক্রেতা-দর্শনার্থী অংশ গ্রহণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।