Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকৃত চেহারা উন্মোচন করায় ইরান কৃতজ্ঞ

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন খামেনি

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির জবাবে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, মার্কিনিদের প্রকৃত চেহারা উন্মোচিত করায় ইরান ট্রাম্পের কাছে কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়লাভের পর থেকেই যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক ভেঙে পড়ার দিকে এগোচ্ছিল, যা চূড়ান্ত রূপ পায় মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশে ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের উপর সাময়িক নিষেধাজ্ঞায়। এরই মধ্যে নিজেদের শক্তি প্রদর্শনে ইরানের রেভ্যুলশনারি গার্ড সামরিক মহড়াও চালিয়েছে। গত মঙ্গলবার তেহরানে সেনা কমান্ডারদের নিয়ে বৈঠক করেন আয়াতুল্লাহ আলি খামেনি। আর সেখানেই মার্কিন সিদ্ধান্তের কড়া জবাব আসে। নিজ দেশের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের আহ্বানও জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেকের পর প্রথমবারের মতো তাকে নিয়ে কোনো মন্তব্য করলেন আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার ইরান ইসলামী বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন করবে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বর্ষপূর্তির ওই অনুষ্ঠানে জনসাধারণকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের হুমকিতে ইরান যে ভীত নয় তার প্রমাণ দিতে হবে। গত ২৯ জানুয়ারি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইরান, যাকে আগুন নিয়ে খেলা হিসেবে আখ্যা দিয়ে হুঁশিয়ার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে খামেনি বলেন, গত তিন দশক ধরে মার্কিন শাসন পদ্ধতি এবং তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক এবং সামাজিক- সব জায়গায় দুর্নীতি নিয়ে আমরা যে কথা বলে আসছিলাম, ট্রাম্পের বক্তব্যে তারই প্রমাণ মিলেছে। ট্রাম্প বলেছেন তাকে ভয় পেতে হবে। না, ১০ ফেব্রুয়ারি আমার জনগণ তার হুমকির জবাব দেবে এবং আমরা যে শঙ্কিত নই তারও প্রমাণ দেব, বলে উল্লেখ করেন ইরানের এই সর্বোচ্চ নেতা। রয়টার্স, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ