মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যেভাবে একটি মহাবিস্ফোরণের পর পৃথিবীর বুক থেকে শেষ হয়ে গিয়েছিল ডাইনোসর-যুগ, ঠিক তেমনি আরেকটি মহাবিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে মানবজাতি! নতুন এক গবেষণায় এমন আশংকাই প্রকাশ করা হয়েছে। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস নামের গবেষণা ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করা হলেও স্বাভাবিকের চেয়ে শতগুণ বেশি দ্রুততার সঙ্গে বিলুপ্তির পথে এগিয়ে চলেছে পৃথিবীর জীবপ্রজাতি। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড উডস ইনস্টিটিউট ফর দ্য এনভায়রনমেন্টর ফেলো পল এরলিচ জানান, এখন পর্যন্ত পৃথিবীতে পাঁচবার মহাপ্রলয় ঘটেছে। শেষবার হয়েছিল ৬.৬ কোটি বছর আগে। তখন ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। বর্তমানে ষষ্ঠ মহাপ্রলয়ের যুগে পৃথিবী ঢুকে পড়েছে। আর এবারের মহাপ্রলয়ে মানুষসহ অন্য প্রাণীর সিংহভাগ অংশই বিলুপ্ত হয়ে যেতে পারে। আর তেমনটা হলে তা ফিরে পেতে অপেক্ষা করতে হবে আরো কয়েক লাখ বছর। বেশিরভাগ বিশেষজ্ঞই একমত, ডাইনোসর-যুগে জীবজগতের অবলুপ্তি যে হারে হতো, এখন তার চেয়ে অনেক বেশি দ্রুত হারে হচ্ছে। অবশ্য এই তত্ত্বের বিরোধিতা করেছেন অনেক বিজ্ঞানী। তাদের মতে, পূর্ব ধারণায় সংকটকে অনেক বড় করে দেখানো হয়েছে। নতুন গবেষণায় বলা হয়েছে, আসন্ন মহাপ্রলয়ে উভচর শ্রেণির ৪১ শতাংশ এবং পুরো প্রাণিকুলের ২৬ শতাংশ স্তন্যপায়ী প্রাণী হারিয়ে যাবে। এই তালিকায় মানুষের নামই রয়েছে সবার ওপরের তালিকায়। টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।