Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে নোট বাতিল ছিল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত : মোদি

লোকসভায় কংগ্রেসকে কঠোর ভাষায় আক্রমণ

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নোট বাতিল ছিল তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে দলটির সহ-সভাপতি রাহুল গান্ধীর নাম উল্লেখ না করলেও কটাক্ষমূলক মন্তব্য করেন তিনি। গত মঙ্গলবার লোকসভা অধিবেশনে কংগ্রেসকে কঠোর ভাষায় আক্রমণ করে বক্তব্য রাখেন মোদি। প্রসঙ্গত, সম্প্রতি ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল নিয়ে বিরোধী দলগুলোর বিক্ষোভের তোয়াক্কা না করেই এদিন সংসদে দাঁড়িয়ে মোদি এসব কথা বলেন। খবরে বলা হয়, প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের পর ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তৃতায় রাহুল গান্ধীকে কটাক্ষ করে মোদি বলেন,   সোমবার উত্তরখ-ে একটা ভূমিকম্প হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সাহায্যে যাবতীয় ব্যবস্থা নেবে সরকার। তবে, অবশেষে ভূমিকম্পটা এল। এতদিন কেন ভূমিকম্পটা হচ্ছিল না, তা ভেবে অবাক হচ্ছিলাম। পূর্বাভাসটা অনেক দিন আগেই দেয়া হয়েছিল। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণও আছে, যে জন্য ভারতমাতা ক্রুদ্ধ হয়েছিলেন। উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর রাহুল বলেছিলেন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে এক বিশাল কেলেঙ্কারির প্রমাণ আছে তার কাছে। রাহুল সে সময় দাবি করেছিলেন, তিনি মুখ খুললেই ভারতে বড় ধরনের রাজনৈতিক ভূমিকম্প হবে। অন্যদিকে, সোমবার ভারতের উত্তরখ- রাজ্যে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প ঘটেছে, যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নোট বাতিল নিয়ে এদিন সরকারি সিদ্ধান্তের পক্ষ নিয়ে মোদি ব্যাখ্যা দেন, আপনি কখন একটা অপারেশন করতে পারেন? যখন আপনার শরীরে যথেষ্ট শক্তি থাকবে। নোট বাতিলের জন্য ভালো অর্থনৈতিক অবস্থার প্রয়োজন ছিল। কাজেই এটাই ছিল সঠিক সময়। ভারতের অর্থনীতির অবস্থা এখন ভালো। তাই একদম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীপাবলির পর যেহেতু বাজার চাঙ্গা থাকে, সেজন্যই ভেবেচিন্তে সেই সময়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মোদি। ভাষণের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কংগ্রেসের শাসনামল এবং নাম উল্লেখ না করে রাহুল গান্ধীসহ অনেক নেতাকে তীব্র বাক্যবাণে জড়ান মোদি। এর পাশাপাশি তার দল বিজেপি কেন্দ্র সরকারে আসার পরে কী কী জনমুখী নীতি ও প্রকল্প গ্রহণ করেছে, সেগুলোও তুলে আনার চেষ্টা চালান তিনি। মোদি বলেন, আমরা স্বাধীনতা আন্দোলনের সময় দেশকে বাঁচাতে প্রাণ দিতে পারিনি। তবে আমরা দেশের জন্যই বেঁচে আছি এবং দেশের সেবা করে যাচ্ছি। আমি অবাক হয়েছি, স্বচ্ছতা অভিযানের মতো বিষয় নিয়েও এখানে রাজনীতি হচ্ছে। আমরা কি পারি না, সবাই একসঙ্গে মিলে স্বচ্ছ ভারত গড়ে তুলতে? টাইমস অব ইনডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ