Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের নিষেধাজ্ঞা-বিরোধী বিক্ষোভে ২০ ইহুদি ধর্মগুরু গ্রেফতার

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাত মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করে গ্রেফতার হয়েছেন প্রায় ২০ ইহুদি ধর্মগুরু (রাব্বি) এবং ধর্মীয় শিক্ষার্থী। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের বাইরে এক বিক্ষোভ শেষে তাদের গ্রেফতার করা হয়। ওই আদেশের বিরুদ্ধে বিক্ষোভে প্রায় ২০০ জন ইহুদি ট্রাম্পের হোটেলের বাইরের রাস্তা বন্ধ করে দেয়। স্বাগত শরণার্থী লেখা প্লেকার্ড নিয়ে ট্রাম্পের সাবেক ওই বাসভবনের বাইরে তারা বিক্ষোভটি প্রদর্শন করেন। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ জন রাব্বি এবং একজন তাদের শিক্ষার্থী রয়েছে। তারা সবাই উদারপন্থি ইহুদিদের সংগঠন তুরাহ’র সদস্য। ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে তারা প্রার্থনার অযুহাতে রাস্তা বন্ধ করে রেখেছিল। জিল জ্যাকব নামের এক নারী রাব্বি জানান, ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভটির আয়োজন করেছিলেন। তিনি আরো বলেন, আমরা আমাদের ইতিহাস জানি। আমাদের মনে আছে, ১৯২৪ সালে হলোকাস্টের সেই বিপর্যয়কর মুহূর্তে এই দেশের দরজা আমাদের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল। আমরা জানি, বর্তমানে মুসলিমদের এই দেশে আসা থেকে বিরত রাখতে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, এক সময় ইহুদি শরণার্থীদের জন্যও একই ধরনের ভাষা ব্যবহার করা হতো।  ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ