Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামরিক আওতা বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে রাশিয়া

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিমান বাহিনীকে যুদ্ধ সময়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি সশস্ত্র বাহিনীতে ঝটিকা চেকের নির্দেশও দিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এমন তথ্য দিয়েছেন। জানা যায়, ২০১৭ সালের মধ্যে রাশিয়া তার সামরিক আওতা বিস্তৃত করার পরিকল্পনা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, একই সঙ্গে সব এজেন্সি ও সেনা সদস্যরা যুদ্ধের জন্য প্রস্তুত আছে কিনা তাও তদারক করার নির্দেশ দেয়া হয়েছে। একই নির্দেশে বলা হয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত এটা নিশ্চিত করতে হবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। রাশিয়ার মন্ত্রণালয়গুলোর তথ্য অনুযায়ী এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। তাস-এর মতে, প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেছেন, যুদ্ধ প্রশিক্ষণ বিষয়ে সেনা সদস্য ও বিভিন্ন এজেন্সিকে প্রস্তুত রাখতে এরোস্পেস ফোর্সেস শুরু করেছে তড়িঘড়ি যাচাই-বাছাই এবং এটা করা হচ্ছে আর্মড ফোর্সেস সুপ্রিম কমান্ডারের নির্দেশে। এক্ষেত্রে বিশেষ মনোযোগ দেয়া হচ্ছে যুদ্ধ বিষয়ক সতর্কতায়, যুদ্ধকালীন সময়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন, বিমান বাহিনীতে গ্রুপ করা। এর মাধ্যমে কোনো আগ্রাসন হলে তা বানচাল করে দেয়া হবে। উল্লেখ্য, রাশিয়া ও বিশ্বের সুপার পাওয়ারগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে সাম্প্র্র্রতিক সময়ে। তারই মধ্যে এমন প্রস্তুতির কথা জানানো হলো। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। অপরদিকে তিনি রাশিয়ার সামরিক বিষয়াদির নিন্দা করেছেন। অন্যদিকে ন্যাটোভুক্ত কিছু সদস্যদেশের সঙ্গে রাশিয়ার উত্তেজনা ক্রমবর্ধমান। সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত মাসেই তারা আর্কটিক অঞ্চলে সবচেয়ে বড় সামরিক মহড়া চালিয়েছে। আরটি, তাস, ইনডিপেনডেন্ট।   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ