Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু-একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা দুঃখজনক-জাবেদ আলী

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পিরোজপুর জেলা সংবাদদাতা : সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করবে। নির্বাচনে ২/১টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। তবে সে সব বিচ্ছিন্ন ঘটনার জন্য পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা দুঃখজনক। তবে এ জাতীয় ঘটনায় কেউ অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকে সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য উপকুলীয় এলাকায় প্রয়োজনে কোস্টগার্ড নিয়োগ করা হবে। আজ মঙ্গলবার পিরোজপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী এ কথা বলেন।
এ সময় তিনি আরোও বলেন, মনোনয়নপত্র দাখিলে বাঁধা প্রদান করা আচরন বিধি লংঘনের সামিল। তবে বাঁধাগ্রস্থ হলে সংশ্লিষ্টদের প্রশাসনের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় প্রধান নির্বাচন কমিশনার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা পর্যায়ে প্রস্তাবিত পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দু-একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা দুঃখজনক-জাবেদ আলী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ