বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে ২০১৬-২০১৭ সালের জন্য কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবি সমন্বয় পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সমিতির ১৭ টি পদের মধ্যে বেশীর ভাই পদেই আওয়ামীলীগ সমর্থিত আইনজীবি সমন্বয় পরিষদের প্রার্থীরাই জয়লাভ করেছে।
নির্বাচন কমিশন সুত্র নিশ্চিত করেছেন এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। এ নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ৪৪২ জন ভোটারের মধ্যে ৪১৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেন
নির্বাচনে সভাপতি পদে ২২২ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি সিনিয়র আইনজীবী ওয়াহিদ-উল-ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি বার বার নির্বাচিত সভাপতি সিনিয়র আইনজীবী ঢাকা ‘ল’ কলেজের অধ্যক্ষ সিরাজ-উল-ইসলাম পেয়েছেন ১৯১ ভোট।
নির্বাচন কমিশনের ঘোষণায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কয়েক বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী জহুরুল ইসলাম। মাত্র ৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি। জহুরুল ইসলাম ২১১ ভোট পেয়ে বে-সরকারিভাবে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম দুলাল পেয়েছেন ২০৬ ভোট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।