Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় ইয়েমেন লিবিয়া ও সউদি আরব

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসবাদ দমনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নতুন করে আরও তিনটি ইসলামী রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। এ দেশগুলো হচ্ছে ইয়েমেন, লিবিয়া ও সউদি আরব। প্রথম যে তালিকা করা হয়েছিলো তাতে মধ্যপ্রাচ্যের শুধু সিরিয়া ও ইরাককে যুক্ত করা হয়েছিলো। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিচার বিভাগকে সাথে নিয়ে এ তালিকা করেছে। প্রচলিত নিয়ম অনুযায়ি নতুনভাবে যুক্ত দেশগুলোর সম্পদ, ব্যাংক একাউন্ট জব্দ করা হবে। মার্কিন সামরিক বাহিনী সূত্র জানায়, এ তিনিটি রাষ্ট্র তাদের নিজ দেশে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সন্ত্রসী হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়। সউদি আরবে আইএস জিহাদিরা শিয়া মসজিদে হামলা চালায়। তারা কুয়েতেও এ ধরনের হামলা চালায়। এসব হামলায় অর্ধশত মানুষ নিহত হয়। ইয়েমেনে মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। ওই হামলায় ১২০ জন নিহত হয়। লিবিয়ায় তারা সরকারি এবং সাধারণ নাগরিকদের ওপর হামলা চালিয়েছে এবং ২১ জন মিশরীয় খ্রিস্টানকে অপহরণের পর গলা কেটে হত্যা করেছে। নিউজ রিপাবলিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ