Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

তুরস্কে আইএসবিরোধী অভিযানে আটক ৪৬০

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের অন্তত ১৮টি প্রদেশে চালানো পৃথক অভিযানে ইসলামিক স্টেট (আইএস) সদস্য সন্দেহে প্রায় ৪৬০ জনকে আটক করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে। খবরে বলা হয়,  সাম্প্রতিক মাসগুলোতে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে দেশটিতে। এসব ঘটনার জন্য বামপন্থী পিকেকে এবং ইরাক-সিরিয়ায় সক্রিয় আইএসকে দায়ী করে আসছে নিরাপত্তা বাহিনী। এর জের ধরেই তুরস্কে সম্প্রতি অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এই প্রতিবেদনে বলা হয়েছে, যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে রাজধানী আংকারায় অন্তত ৬০ জন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফায় ১৫০ জন, সিরীয় সীমান্তবর্তী গাজিয়ানটেপে ৪৭ জন আটক হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছেন, ইজমির প্রদেশে হামলার প্রস্তুতিকালে আইএসের সন্দেহভাজন ৯ সদস্যকে আটক করা হয়েছে। আনাদুলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ