মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের তেলক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে আহ্বান করা দরপত্রে অংশ নিত পারবে না মার্কিন কোম্পানিগুলো। ইরানের তেল ও বাণিজ্যউপমন্ত্রী আমির হোসেইন জামানিনিয়া গত সোমবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, তেলসমৃদ্ধ ইরানে মার্কিন কোম্পানিগুলো কোনো রকম বাধার মুখে পড়ত না কিন্তু নতুন করে আমেরিকা তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় এসব কর্মকা-ে মার্কিন কোম্পানিগুলোর অংশ নেয়া অসম্ভব হয়ে গেছে। ইরান সম্প্রতি ঘোষণা করেছে, দেশের তেল ও গ্যাসক্ষেত্রের উন্নয়নের জন্য দরপত্রে অংশ নেয়ার বিষয়ে এশিয়া এবং ইউরোপের ২৯টি বড় কোম্পানি প্রাথমিকভাবে যোগ্যতা অর্জন করেছে। এসব কোম্পানির মধ্য থেকে যারা দরপত্রে অংশ নিয়ে চূড়ান্তভাবে মনোনীত হবে তারা ইরানের ৭০টি তেল ও গ্যাসক্ষেত্রের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে। গত বছরে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এসব কোম্পানি ইরানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু মার্কিন কংগ্রেসের প্রাথমিক নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এখনো তেহরানের সঙ্গে ব্যবসা করতে পারছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার কারণে ইরানে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ ও কাজ করার সম্ভাবনা বাধার মুখে পড়ল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।