গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলামকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক আদেশে জানিয়েছে, তথ্য ক্যাডারের কর্মকর্তা নজরুল ইসলামকে প্রেসিডেন্টের ১০ শতাংশ কোটায় প্রেষণে এই পদোন্নতি দেয়া হয়েছে। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে নজরুলকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ক্যাডারের মূল পদে ফিরতে হবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন ইহসানুল করিম। এই অনুবিভাগে চারজন উপ-প্রেস সচিব, দুইজন সহকারী প্রেস সচিবসহ মোট ১১ জন কর্মরত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।