পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলামকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জি এম আবুল কালাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মো. শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শফিকুল ইসলাম দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সভা, সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ অফিস-এ মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। শফিকুল ইসলাম ১৯৯৭ থেকে ১৯৯৯ মেয়াদে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।