Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রিয়ায় মুখঢাকা নিকাব নিষিদ্ধ পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জনসমাগমপূর্ণ এলাকায় পুরো মুখম-ল ঢাকা নিকাব নিষিদ্ধের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রায় এক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে। রাজধানী ভিয়েনার কেন্দ্রস্থল থেকে শুরু হওয়া গত রোববারের এ মিছিল পররাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে গিয়ে শেষ হয়। ইএফই নিউজের প্রতিবেদনে বলা হয়, অস্ট্রিয়ায় মুসলিমদের কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিলের আয়োজন করে, বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন নারী। আয়োজকদের একজন বলেন, আমরা সরকারের এ নিষেধাজ্ঞা প্রস্তাবের বিরোধিতা করছি। কারণ, আমরা সমাজ থেকে মুসলিমদের বহিষ্কারের বিপক্ষে। “শুধু হিজাব পরেছেন বলে কোনও সরকারি কার্যালয় থেকে কোনও নারীকে বের করে দেওয়া উচিত না।” অস্ট্রিয়ার জোট সরকার এ সপ্তাহের শুরুতে জনসমাগমপূর্ণ এলাকায় মুখম-ল ঢাকা পোশাক নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জনায়। সরকারের পক্ষ থেকে প্রকাশ করা নথিতে আরও বলা হয়, সরকারি কর্মচারীদের হিজাব বা ধর্মীয় প্রতীক হিসেবে ব্যবহৃত পোশাক পরা করা থেকে বিরত থাকা উচিত। যাতে অস্ট্রিয়ায় ধর্ম নিরপেক্ষতার প্রকাশ পায়। আগামী ১৮ মাসের মধ্যে এ প্রস্তাবে পার্লামেন্টের অনুমোদন পাওয়ার চেষ্টা করবে সরকার। অস্ট্রিয়ায় প্রায় ছয় লাখ মুসলিম বসবাস করে। যাদের অধিকাংশই তুর্কি বংশোদ্ভূত। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ