মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে চরম ডানপন্থী দলের প্রার্থী ম্যারিন ল্য পেন ঠিক সেই সব প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করলেন যেগুলি ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে। ল্য পেন তার ভোটারদের যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইইউর সঙ্গে ছয় মাস পর্যন্ত আলোচনা চালিয়ে যাবেন, তারপর ফ্রেক্সিটের পথে এগুবেন। তিনি ইইউর মুদ্রা ইউরো বর্জন করবেন, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বাতিল করবেন, বিদেশী নাগরিকদের চাকরি দেয় এমন প্রতিষ্ঠানের ওপর বাড়তি কর আরোপ করবেন, প্রতিরক্ষা নিরাপত্তা জোরদার করবেন, আদালতে দোষী সাব্যস্ত হওয়া বিদেশিদের বহিষ্কার করবেন, চরমপন্থী ইসলামের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহভাজন সব মসজিদ বন্ধ করে দেবেন, চরমপন্থী ইসলামের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার সন্দেহে গোয়েন্দা নজরদারিতে থাকা সব বিদেশিকে বহিষ্কার করবেন, অভিবাসন ব্যাপকভাবে হ্রাস করবেন এবং রাজনৈতিক আশ্রয় প্রদান কমিয়ে দেবেন, কোনও বিষয়ে পাঁচ লাখ মানুষ দাবি জানালে সে বিষয়ে গণভোটের ব্যবস্থা করবেন এবং স্বল্প আয়ের মানুষদের জন্য আয়কর ১০ শতাংশ হ্রাস করবেন। রোববার লিয়ন-এ তার দল ন্যাশনাল ফ্রন্টের সমাবেশে অভিবাসন ও বিশ্বায়নের ঘোরতর বিরোধী ল্য পেন বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নির্বাচনী বিজয় এবং ব্রিটেনে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষে গণরায় ফ্রান্সে তার দলের পক্ষে ভোট দেয়ার ক্ষেত্র প্রস্তুত করেছে। নিজেকে ‘জনগণের প্রেসিডেন্ট’ হিসাবে উল্লেখ করে ল্য পেন (৪৮) এমন একটি দেশের স্বপ্ন তুলে ধরেন যেখানে সবই হবে ‘ফ্রান্সের তৈরি’। তিনি বলেন, তিনি এমন এক ফ্রান্সের স্বপ্ন দেখেন যেখানে সীমান্ত রক্ষায় তাদের নিজস্ব বাহিনী থাকবে, ব্যয় করার জন্য নিজস্ব মুদ্রা থাকবে, নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে এবং যার স্বতন্ত্র পরিচিতি অভিবাসী বা আশ্রয় গ্রহণকারীদের দিয়ে বিনষ্ট হবে না। ল্য পেন তার বক্তৃতায়, ‘ইসলাম ফরাসী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ বলে মন্তব্য করলে ¯্রােতারা উচ্চস্বরে তাকে সমর্থন করে। তিনি আরও বলেন, দুটি সর্বগ্রাসী নীতি ফ্রান্সের জন্য হুমকি হিসাবে দেখা দিয়েছে, একটি হলো ‘অর্থনৈতিক বিশ্বায়ন’ আরেকটি হলো ‘ইসলামী মৌলবাদ’। চরম ডানপন্থী এই নেত্রী বলেন, আমরা একটি সন্ধিক্ষণে রয়েছি। এই নির্বাচন হবে সভ্যতার পক্ষে রায় দানের নির্বাচন। তিনি প্রশ্ন রাখেন, “আমার তিন সন্তান এবং অন্য তরুণ নাগরিকদের কি বর্তমান প্রজন্মের প্রাপ্ত অধিকার এবং সংস্কৃতি বহাল থাকবে? তারা কি ফরাসী ভাষায় কথা বলতে পারবে?” অভিবাসী ও বিশ্বায়নের মাধ্যমে ফ্রান্স ধ্বংস হয়েছে উল্লেখ করে তিনি ল্য পেন বলেন, তিনিই একমাত্র প্রার্থী যিনি ফ্রান্সকে রক্ষা করতে পারেন। এর আগে শনিবার তিনি ফ্রান্সকে সবার আগে (ফ্রান্স ফার্স্ট) রাখার লক্ষ্যে ১৪৪টি প্রতিশ্রুতি ঘোষণা করেন। সূত্র: আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।