মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি তার সম্পদ একটি ট্রাস্টে ন্যস্ত করবেন, যাতে ব্যবসা ও তার মধ্যে একটি দেয়াল তৈরি হয়। কিন্তু প্রকাশিত নতুন তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, ট্রাস্টের নিয়ন্ত্রণ তার বড় ছেলে ও দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মকর্তাদের হাতে থাকলেও এখনো এর মূল সুবিধাভোগী ট্রাম্প নিজেই। অনুসন্ধানী সংবাদ সংস্থা প্রোপাবলিকা আবেদনের মাধ্যমে সরকারি রেকর্ড হিসেবে এসব তথ্য-উপাত্ত পাওয়ার পর এ নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এতে আরো বলা হয়েছে, যেকোনো সময় ট্রাস্ট বাতিল করার চূড়ান্ত ক্ষমতা ট্রাম্পের হাতে রয়েছে। নথিপত্রে দেখা যাচ্ছে, ক্ষমতা গ্রহণের এক দিন আগে ১৯ জানুয়ারি ট্রাস্টের নিয়ন্ত্রক হিসেবে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও ট্রাম্প অর্গানাইজেশনের প্রধান অর্থ কর্মকর্তা অ্যালেন ওয়েইসেলবার্গের নাম জমা দেওয়া হয়। কিন্তু ট্রাস্টের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এই ট্রাস্টের সম্পদ থাকবে ডোনাল্ড জন ট্রাম্পের একচেটিয়া মুনাফার স্বার্থে এবং ট্রাস্ট বাতিলের ক্ষমতা থাকবে ট্রাম্পের হাতে। ক্ষমতা গ্রহণের আগে আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের ব্যবসায়ী স্বার্থ নিয়ে যে ধরনের সতর্কতা উচ্চারণ করেছিলেন, এই নথিপত্র তারই প্রতিফলন। নিজের সম্পদ ট্রাস্টের হাতে হস্তান্তর করলেও সর্বোচ্চ ক্ষমতা ট্রাম্প ছাড়েননি। নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।